ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


রেস্তোরাঁর ছাদ ফুঁড়ে ধুমড়ে নীচে পড়লেন নারী (ভিডিও)


৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গার্ডন গ্রোভ অঞ্চলের এক মেক্সিক্যান রেস্তোরাঁয় দিব্যি খানাপিনা চলছে রেস্তোরাঁয়। এমন সময়ে বিনা মেঘে বজ্রপাত। রেস্তোরাঁর ছাদ ফুঁড়ে নীচে পড়ে গেলেন এক মহিলা। আর যা ঘটল তাকে বলতে পারেন ‘মহিলাপাত’।

জানা যায়, সেখানে মহিলা ওয়াশরুমের খোঁজ করছিলেন। তার পরেই তিনি ছাদ ফুঁড়ে নীচে পড়ে যান। আর সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধরে রাখেন জনৈক ইউটিউবার।

ক্যামেরাধারী তাঁর ইউটিউব পোস্টে মহিলটিকে ‘ছিটগ্রস্ত’ বলে উল্লেক করেন। তিনি নাকি উপরের ওয়াশরুম ব্যবহার করতে গিয়েই সিলিংয়ে উঠে পড়েছিলেন। জানা গিয়েছে, তিনি যখন ওয়াশরুমের কাছে পৌঁছন, তখন সেখানে সামান্য লাইন ছিল। তার পরে সবার অলক্ষেই মহিলা ওই অংশটি ভেঙে পড়ে যান।

ইউটিউবার জাপানজি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করার সময়ে জানিয়েছেন, তিনি ওই ভেঙে পড়া অংশের তলাতেই আহার করছিলেন। উপরে শব্দ শুরু হতে রেস্তোরাঁর স্টাফরা তাঁকে সরে যেতে বলেন। ছাদে একটা কিছু ঘটছে ভেবেই তিনি তাঁর মোবাইল ক্যামেরা তাক করেন। কিন্তু ছাদ ভেঙে যে মহিলা আছড়ে পড়বেন, সেটা তিনিও ভাবতে পারেননি।

আরআইএস