ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


পুতিন-ট্রাম্প বৈঠক বাতিল


৩০ নভেম্বর ২০১৮ ২২:৩০

ছবি সংগৃহিত

এবার লিখিতভাবে পুতিনের সাথে বৈঠক বাতিল করলেন ট্রাম্প।২৯ নভেম্বর টুইট বার্তায় এই খবর নিশ্চিত কনের ট্রাম্প।বিবিসি।

ইউক্রেনের জাহাজ রাশিয়া কতৃক আটকের পর থেকেই পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিচ্ছিল ওয়াশিংটন।

এবারের জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করবেন না উল্ল্যেখ করে ট্রাম্প বলেন,‘ওই ঘটনার পর রাশিয়া থেকে জাহাজগুলো এবং নাবিকেরা এখনো ইউক্রেনে ফেরেনি।এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করাটাই সব পক্ষের জন্য ভালো হবে।’

অথচ এর ঘণ্টাখানেক আগেই সাংবাদিকদের কাছে ট্রাম্প জানিয়েছিলেন পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে।
আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে আসন্ন জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠক হওয়ার কথা ছিল।

এ দিকে ইউক্রেনের ‘জাহাজ আটক’ ইস্যুতে পুতিনকেই দুষছেন জার্মান চ্যান্সেলর মর্কেল। তিনি বলেন, রাশিয়া বিনা কারণে ইউক্রেনের জাহাজ ও নাবিকদের আটকে রেখেছে।

প্রসঙ্গত, গত রোববার অবৈধভাবে রাশিয়ার জলসীমায় প্রবেশের অভিযোগে ইউক্রেনের দুইটি গানবোট ও একটি টাগবোট আটক করে রুশ বর্ডার গার্ড। জাহাজে থাকা নাবিকদেরও আটক করে রাশিয়া।

এ ঘটনার পর থেকেই হোয়াইট হাউস থেকে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের কথা উঠেছিল।

এমএল