ঢাকা সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২


পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের ১৪ বছরের কারাদণ্ড


১২ ডিসেম্বর ২০২৫ ০৮:২৭

সংগৃহীত

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান ফয়েজ হামিদকে চারটি অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

 

এতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালের ১২ আগস্ট শুরু হওয়া ১৫ মাসব্যাপী পাকিস্তানের সামরিক আইনের আওতায় বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

 

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের আমলে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফয়েজ হামিদ।