ঢাকা সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২


হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩


২৬ নভেম্বর ২০২৫ ২০:৫৫

সংগৃহীত

হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪ জন থেকে ১৩ জনে পৌঁছেছে। সবগুলো মরদেহই উদ্ধার করা হয়েছে। 

 

বার্তা সংস্থা খবর রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে, বুধবার (২৬ নভেম্বর) হংকংয়ের উত্তরাঞ্চলের তাই-পো জেলায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হংকংয়ের গণমাধ্যম জানায়, স্থানীয় সময় ৩টার দিকে আগুন লাগে। বহুতল ভবনটি ৮টি ব্লকে বিভক্ত। স্থাপনাটিতে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস প্রায় ৪ হাজার মানুষের। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনটির অন্যান্য অংশে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আগুন নেভানোর কাজে যোগ দেয় অন্যান্য সংস্থাগুলোও। এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।