ঢাকা সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২


ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প


২৩ নভেম্বর ২০২৫ ১৪:০২

সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানায়।  

 

সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিতই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

 

ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বিশেষজ্ঞরা বলছেন, রিং অব ফায়ার অঞ্চলে বারবার ভূমিকম্প হওয়ার কারণে সতর্কতা বজায় রাখা জরুরি, কারণ যেকোনো সময় কম্পন বড় আকার ধারণ করতে পারে।

 

এদিকে, মিয়ানমারেও আজ আঘাত হেনেছে ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন আঘাত হানে।