শ্রীলঙ্কায় একটি গণকবরে মিলল দুই শতাধিক কঙ্কাল

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মানারে একটি বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ২৩০ টিরও বেশি কঙ্কাল পাওয়া গেছে। চলতি বছরের শুরুতে এই গণকবরের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির বিশেষজ্ঞরা।
দীর্ঘ ২৬ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলে। ২০০৯ সালে এই গৃহযুদ্ধের অবসান ঘটে। ওই যুদ্ধে অন্তত ২০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে; নিহত হয়েছে এক লাখ মানুষ।
দেশটির নৃতত্ত্ববিদ অধ্যাপক রাজ সোমদেভা বলেন, আমরা ২৩০টিরও বেশি কঙ্কাল উদ্ধার করেছি।। আমার অভিজ্ঞতায় এটাই সবচেয়ে বড় গণকবর। তবে গণকবরে পাওয়া মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। জানা যায়নি কিভাবে তাদের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি
আরকেএইচ