ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২


যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ড


১ অক্টোবর ২০২৫ ১৮:৪৩

সংগৃহীত

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেপ কাবিলাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

 

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার অনুপস্থিতিতে দেশটির একটি সামরিক আদালত এই রায় দিয়েছে।

 

বিদ্রোহী গোষ্ঠী ‘এম টুয়েন্টি থ্রি’-কে সহযোগিতার অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আদালত জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন ও বিদ্রোহে উস্কানিসহ বেশকয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

 

এছাড়াও কাবিলাকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ বিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০০১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর টানা ১৮ বছর দেশটির ক্ষমতায় ছিলেন কাবিলা।