যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা-অগ্নিসংযোগ, অন্তত ৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ জন। এতে গুরুতর আহত হয়েছে অন্তত আরও ৮। খবর, আল জাজিরা’র।
রোববার (২৮ সেপ্টেম্বর) মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে এ হামলার ঘটনা ঘটে।
হামলালারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। ৪০ বছর বয়সী হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড।
এদিন চার্চে সাপ্তাহিক প্রার্থনায় জড়ো হন কয়েকশ’ মানুষ। এমন সময় গাড়ি চালিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এক বন্দুকধারী। গাড়ি থেকে নেমেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন।
এক পর্যায়ে গীর্জার ভবনে আগুন ধরিয়ে দেয় ওই হামলাকারী। এতে গীর্জার দালানের একটি অংশ পুড়ে গিয়ে ধসে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীর সাথে পুলিশের বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সেই হামলাকারী।
কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলিতে দুইজন নিহত ও আটজন আহত হন। এর কয়েক ঘণ্টা পর ভস্মীভূত গির্জার ভেতর থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। গির্জাটি তখনও পরিষ্কার করা হয়নি এবং সেখানে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।