ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


তামিলনাড়ুতে গাজার তাণ্ডব : নিহত বেড়ে ২৮


১৭ নভেম্বর ২০১৮ ১৯:৩৭

ছবি সংগৃহিত

ভারতের তামিলনাড়ুতে জোরালো আঘাত হানা ঘূর্ণিঝড় গাজার তাণ্ডবে নিহতের সংখ্য বেড়ে ২৮-এ দাঁড়িয়েছে।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে শুক্রবার ভোররাতে নাগাপাত্তিনাম উপকূলে আঘাত হানে। এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে তামিলনাড়ু উপকূল।

সাইক্লোনটি ভারী বৃষ্টি আর প্রবল ঝোড়ো হাওয়া নিয়ে রাজ্যের সাত জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সাড়ে ৪শ’ ক্যাম্পে আশ্রয় নিয়েছে প্রায় ৮১ হাজার মানুষ।
বিধ্বংসী গাজার তাণ্ডবে ওইসব অঞ্চলের রাস্তাঘাট, বাড়ি-ঘর, ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। থমকে গেছে যানচলাচল। বিদ্যুৎহীন হয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল।

ইতিমধ্যে দেশটির সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।খবর জি নিউজ ।
এমএল