ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


মিগ-২৯সহ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের


৭ মে ২০২৫ ১০:১৫

সংগৃহীত

মিসাইল হামলার জবাবে মিগ-২৯সহ ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি।

 

বুধবার (৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সঙ্গে এ তথ্য জানান খাজা আসিফ। 

 

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। 

খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক। কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে, তাহলে আমাদের জবাব দিতে হবে।

 

যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ।

 

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১টার দিকে ভারত-পাকিস্তানের এই সংঘর্ষ শুরু হয়। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর।

 

রাত পৌনে ৩টায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দুটি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা জানান। রাত পৌনে ৪টার দিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানায়, অবন্তীপোরার ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফায়েল বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। 

 

ভোর ৪টা ও ৫টায় চতুর্থ ও পঞ্চম বিমান ধ্বংসের কথা জানায় দেশটির তথ্যমন্ত্রণালয় এবং সামরিক বাহিনী। 

 

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পাঁচটি ভারতীয় বিমান এবং একাধিক মনুষ্যবিহীন বিমান ধ্বংস করেছে এবং চেকপোস্ট ধ্বংস করেছে।

 

একইভাবে ভোর ৫টা ০৯ মিনিটে জিও নিউজে উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।

 

এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানের মধ্যে তিনটি রাফায়েল জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান এবং একটি ড্রোন রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। 

 

তবে এই দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।