ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


২৭ তলা থেকে সেলফি, প্রাণ গেল নারীর (ভিডিও)


১৪ অক্টোবর ২০১৮ ২১:০৫

একটি বিল্ডিংয়ের ২৭ তলার বেলকুনিতে অবস্থান করছিলেন এক নারী। হঠাৎ কী মনে হলো সেলফি তুলবেন। সেলফি তোলার জন্য প্রস্তুতি নিলেন তিনি। আর সেলফি তোলতে গিয়েই ২৭ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই নারীর। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওই নারীর নাম সান্দ্রা ম্যানুয়েলা দা কোস্তা ম্যাসিযো (২৭)। উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের রাষ্ট্র পানামার লুক্সর টাওয়ারে এ ঘটনাটি ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী হৃদয়স্পর্শী ওই দৃশ্যটি ধারণ করেন। এতে দেখা যায়, ২৭ তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সময়ও সেলফি তোলার স্টিক হাতে ছিল। এ সময় প্রত্যক্ষদর্শীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘তিনি পাগল হয়ে গেছেন। উনিতো বেলকুনিতে যাচ্ছেন। তাকে দেখুন, তাকে দেখুন। উনিতো পড়ে যাচ্ছেন।’

মিরর জানিয়েছে, টাওয়ার থেকে বিপদ সঙ্কেত বাজার পরপরই প্যারাম্যাডিক্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে তারা ঘটনাস্থলে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়।

আইএমটি