ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


কয়েদির সঙ্গে সুন্দরী জেলরক্ষী প্রেম, অতঃপর


১২ অক্টোবর ২০১৮ ২১:১০

কয়েদির সঙ্গে প্রেমের করে চাকরি ছাড়লেন জেলরক্ষী। তারপর ছুটি কাটাচ্ছে কয়েদি প্রেমিক আর প্রেমিকা জেলরক্ষী। আর তার সাক্ষী রইল সোশ্যাল মিডিয়া।

এমনটাও জানা যায়, তাঁর সঙ্গে হারিয়ে যেতে চান দূরে কোথাও। স্বপ্ন বাস্তবায়িত করতে কারারক্ষীর চাকরিই ছেড়ে দিলেন কৃষ্টি ডেভিডসন জেলরক্ষী সুন্দরী।

বিশেষ সুত্রে জানা যায়, এই বছর জুলাই মাসে জেল থেকে ছাড়া পান ৩১ বছর বয়েসি স্কটল্যান্ডের বাসিন্দা জেমি বান্টিং। কৃষ্টি সে সময়ে সেই জেলেই কয়েদিদের কারারক্ষী ছিলেন। দু'জনের যোগসাজোশ ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। জেমি ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যেই চাকরি ছেড়ে দেন কৃষ্টি।

এরপরেই তারা বেড়াতে বেড়িয়ে পড়েন তুরস্কে। সকলেই তাদের ছবি দেখে নিশ্চিত হয়ে যান জেলের মধ্যেই দু’জনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তখনই পরিকল্পনা করেছিলেন এই হলিডে ট্রিপের। তাদের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরআইএস