ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


তুরস্কে করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৮ রোগীর মৃত্যু


২০ ডিসেম্বর ২০২০ ০২:৪১

তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে একটি হাসপাতালে করোনা ওয়ার্ডে আগুন লেগে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শনিবার ব্যক্তিমালিকানাধীন সানকো ইউনিভার্সিটি হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের রাখা নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) এ দুর্ঘটনা ঘটে।

শনিবার গাজিয়ান্তেপ প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে এ দুর্ঘটনার খবর জানিয়ে একটি বিবৃতিতে বলা হয়, করোনা ওয়ার্ডে একটি অক্সিজেন ভেন্টিলেটর বিস্ফোরিত হয়ে পুরো ইউনিটে আগুন ধরে যায়।।

বিবৃতিতে আরও বলা হয়, সেখানে মোট ১৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে আট জন মারা গেছেন। বাকি ১১ জনকে কাছের কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।