ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ইরাকের নয়া প্রেসিডেন্ট বাহরাম সালিহ


৩ অক্টোবর ২০১৮ ১৯:৫৪

ইরাকের আইনপ্রণেতারা বর্ষীয়ান কুর্দি রাজনীতিবিদ বাহরাম সালিহকে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।

মঙ্গলবার (০২ অক্টোবর) বিলম্বিত হওয়া ভোটে প্রতিদ্বন্দ্বি ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে তিনি পরাজিত করেন বলে জানান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

কুর্দি নেতা সালিহ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী এবং ইরাকের কেন্দ্রীয় সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ইরাকের প্রধান দুই কুর্দি দল কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের আইনপ্রণেতারা একক প্রার্থীর বিষয়ে সম্মত হতে না পারায় মঙ্গলবার ভোটগ্রহণে বিলম্বিত হয়। মনোনীত ২০ জন প্রার্থী থেকে একজনকে বেছে নিতে ওই মতবিরোধের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর কার্যকর করা অনানুষ্ঠানিক চুক্তি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট হবেন একজন কুর্দি, প্রধানমন্ত্রী হবেন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হবেন একজন সুন্নি।

আইএমটি