ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়ালো


২৩ এপ্রিল ২০২০ ০৬:৫৫

সংগৃহিত

ইতালিতে কোভিড-১৯ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছড়িয়ে গেল। ২২ এপ্রিল ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ওয়াল্ডো মিটারস্ এর রিপোর্ট অনুযায়ী ৩৩৭০ জন, সুস্থ হয়েছে ২৯৪৩ জন, মৃত্যু হয়েছে ৪৩৭ জন। তবে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা কম।

ইতালিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১,৮৭,৩২৭ জন, মোট মৃত্যুর সংখ্যা ২৫,০৮৫ জন, তবে মোট সুস্হ হয়েছে ৫৪৫৪৩ জন, গুরতর অবস্থায় আই,সি, ইউ তে রয়েছে ২৩৮৪ জন।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমতে শুরু করেছে, তবে হঠাৎ করে আবার বেড়ে যায়। এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুঝতে পারছে না কবে নাগাদ এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে,সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে। সরকারের ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় লগডাউন ৩ মে পর্যন্ত বহাল রয়েছে।