ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


করোনা আতঙ্কে হোলি উৎসবে অংশ নেবেন না মোদি


৪ মার্চ ২০২০ ১৯:১৯

ভারতে করোনাভাইরাস আক্রান্ত ৬ রোগী পাওয়া গেছে। নতুন এ ভাইরাস যাতে না ছড়াতে পারে সে লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এরইমধ্যে প্যারাসিট্যামলসহ ২৬ ধরনের ওষুধ রফতানি বন্ধ করে দেয়া হয়েছে। করোনাভাইরাস আশঙ্কাজনকহারে ছড়িয়েছে এমন দেশগুলোর ভিসা বন্ধ করে দিয়েছে। এবার বন্ধ রাখা হয়েছে দিল্লির ৫ স্কুল।

বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং তারা কোন কোন দেশ ভ্রমণ করেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ৩০ জুন পর্যন্ত সাংহাই ও হংকংয়ে সব ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা ঠেকাতে জনসমাগমকে নিরুৎসাহিত করেছেন। তাই এ বছর তিনি কোনো হোলি মিলান উৎসবে অংশ নেবেন না।

নতুনসময়/আনু