ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


সুন্দরী বাড়লে ধর্ষণ বাড়বে: ফিলিপাইন প্রেসিডেন্ট


২ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৭

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্ত বলেছেন, দাভাওয়ে প্রচুর ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু সেখানে সুন্দরী নারী যতদিন বেশি থাকবে, ততদিন সেখানে ধর্ষণের ঘটনা আরো বেশি ঘটবে।
 
প্রেসিডেন্টের এমন বক্তব্যে মানবাধিকার কর্মীরা তাকে ‘দায়িত্ব-জ্ঞানহীন’ বলে সমালোচনা করেছেন। সম্প্রতি দেশটির পুলিশ দুতার্তের নির্বাচনী এলাকা দাভাও শহরে বেড়ে যাওয়া ধর্ষণ ও যৌন সহিংসতার ব্যাপারে ‍বৃহস্পতিবার (৩০ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ কর
 
দেশটির সংবাদমাধ্যম র‌্যাপলার বলছে, প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্যের শেষ এখানেই নয়। তিনি বলেন, ‘প্রথম অনুরোধে কেউ এই কাজে রাজি হয় না। নারীরা কি এতে রাজি হবেন? না, হবেন না। প্রথম চেষ্টায় কেউ সাড়া দেয় না। আর এটাই ধর্ষণ।’
 
এমএ