ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


অভিনেতা কার্ক ডগলাস আর নেই


৭ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৩

হলিউডের স্বনামধন্য অভিনেতা কার্ক ডগলাস আর নেই। বুধবার ১০৩ বছর বয়সে তিনি মারা যান। কার্ক ডগলাসের মৃত্যুর কথা জানিয়ে এক বিবৃতিতে তার ছেলে মাইকেল ডগলাস বলেন, এটা খুবই দুঃখের যে আমি এবং আমার ভাই ঘোষণা করছি যে ১০৩ বছর বয়সে কার্ক ডগলাস আমাদের ছেড়ে চলে গেছেন। বারবারা স্ট্যানউইকের বিপরীতে ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অফ মার্থা আইভারস’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন এ অভিনেতা। অভিনয় প্রতিভার কারণে দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসায় প্রশংসিত হন তিনি। ১৯৪৯ সালের ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রে বক্সারের চরিত্র দিয়ে নিজের প্রথম অস্কার মনোনয়ন অর্জন করেন তিনি। এপরেও আরো দুইবার অস্কারের জন্য মনোনীত হন এ অভিনেতা। ১৯৯৬ সালে অস্কারের বিশেষ সম্মাননা পুরস্কার পান এই স্বনামধন্য অভিনেতা।

নতুনসময়/আইকে