ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু, অসুস্থ তিন শতাধিক


২৪ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৫

কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যারা ক্রিসমাস পার্টিতে নারকেলের তাড়ি বা মদ খেয়েছেন। ঘটনা ফিলিপাইনের ম্যানিলাতে। জানা গেছে, রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। দেশটিতে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক।

লাগুনার রিজাল শহরে বৃহস্পতিবার ও রবিবার অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিল, অন্যদের বড় দিন উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা পানীয়টি দান করেছিল। গত বছর লাম্বানোগ পানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রলায় ঘটনার প্রকৃতি কারন জানার জন্য অসুস্থ ব্যাক্তিদের নিকট হতে রক্তের নমুনা সংগ্রহ করেছে।

নতুনসময়/আইকে