ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


আজও উত্তাল দিল্লিসহ বিভিন্ন রাজ্য


১৭ ডিসেম্বর ২০১৯ ২১:৫২

ফাইল ছবি

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারতের দিল্লি এবং পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য।

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমনের পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষও। রাত পর্যন্ত চলে বিক্ষোভ প্রতিবাদ।

এদিকে বিক্ষোভ ও অবরোধের জেরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আটকা পড়েছে অনেক পর্যটক। নিরাপত্তা বাহিনী সহায়তায় তাদের কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

অন্যদিকে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আসামের কারফিউ শিথিল করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সেবাও চালুর ঘোষণা দিয়েছে প্রশাসন।