ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


হঠাৎ বিমান যাত্রীদের নাক ও কান দিয়ে রক্ত ঝরছে (ভিডিও)


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৪

জেট এয়ারওয়েজের বিমানের পাইলটের তৎপরতায় মাঝ আকাশে বেশির ভাগ যাত্রীর নাক ও কান দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেবিনে হাওয়ার নির্দিষ্ট চাপ কমে যাওয়াতেই এই বিপত্তি। আর যাত্রীদের এই বিপদের মুখোমুখি হতে হলো বিমানকর্মীদের ছোট ভুলে।

তারপরেই অক্সিজেন মাস্ক নেমে আসে রক্তাক্ত যাত্রীদের কাছে। পাইলটও বিমানটি দ্রুত ফিরিয়ে আনেন মুম্বই বিমানবন্দরে। অসুস্থ যাত্রীদের হাসপাতালে পাঠিয়ে হাঁফ ছাড়েন বিমান সংস্থার আধিকারিকরা।

বোয়িং ৭৩৭ বিমানটি মুম্বই থেকে ১৬৬ জন যাত্রীকে নিয়ে জয়পুরের দিকে উড়েছিল। কেবিনের কর্মীরা কেবিনে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার যে ‘ব্লিড সুইচ’, তা টিপতে ভুলে গিয়েছিলেন। তাতেই অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। অক্সিজেন মাস্ক নেমে আসে প্রতিটি যাত্রীর মুখের সামনে।

জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের দাবি, ৩০ জন যাত্রীর নাক বা কান দিয়ে রক্ত বেরতে দেখা যায়। কারও মাথা ব্যথা শুরু হয়েছিল। বিমান সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই ঘটনার জন্য। বিমানের কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

পাইলটের তৎপরতায় যাত্রীরা রক্ষা পেলেও বিশেষজ্ঞদের মতে, পাইলটের কেবিনের অক্সিজেনের মাত্রা একই ভাবে কমে গেলে আরও বড় বিপদ ঘটতে পারত। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার বলেই তাঁদের মত।

আরআইএস

ভিডিও দেখতে ক্লিক করুন