ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বিয়ে হয় এক রাতের জন্য!


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫১

এমন একটি দেশ যেখানে মাতৃতান্ত্রিক ওই গোষ্ঠীর নারীরাই পরিবারের প্রধান।

এমন একটি দেশ যেখানে মাতৃতান্ত্রিক ওই গোষ্ঠীর নারীরাই পরিবারের প্রধান।

এমনটাই চীনের ইয়ুনান ও সিচুয়ান প্রদেশের বাসিন্দাদের মধ্যে মোসুও গোষ্ঠীতে এক অদ্ভুত প্রথা চালু রয়েছে। তবে এখানেই নিয়মের ঘড়ির কাটা বাধা নয়।

এখানে বাড়ির কাজকর্ম থেকে শুরু করে গোষ্ঠীর যাবতীয় সিদ্ধান্ত নেন নারীরাই। এমনকি বিয়ের পর বরকে কনের বাড়িতে থাকতে হয়। এবং বিয়ে হয় মাত্র এক রাতের জন্য। তারপর রাত কাটানোর পর ভোরবেলা কনের ঘর থেকে বেরিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যেতে হয় বরকে।

সেখানকার নারীরা চাইলে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখেন। কোনো নারী সেখানে গর্ভবতী হলে সন্তানের পিতৃ পরিচয়ের দরকারই পড়ে না। মায়ের পরিচয়ে বড় হয় শিশুরা।

৪০ হাজার মোসুও জনগোষ্ঠী এখনো সেই রীতি মেনে চলছে। পরদিন সন্ধ্যায় আবারো ফিরে আসে বর। তবে কতদিন সেই সম্পর্ক টিকে থাকবে, সেটা ঠিক করেন ওই নারী।

আরআইএস