ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


মুক্তি পাচ্ছেন নওয়াজ শরিফ


২০ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৭

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মুক্তি পাচ্ছেন। তার সাজা স্থগিত করে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট।

বুধবার (১৯ সেপ্টেম্বর) নওয়াজের আপিলের ভিত্তিতে এ আদেশ দেন কোর্ট। খবর- আল জাজিরা।

লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের সশ্রম কারাদণ্ড। ১৩ জুলাই লন্ডন থেকে আবুধাবি হয়ে দেশে ফিরে গ্রেফতার হলে নওয়াজ।

নওয়াজ শরিফ কারাবন্দি থাকার সময় তার স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কারাগারে বন্দি থাকায় স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুর সময় তার পাশে থাকতে পারেননি নওয়াজ।

এসএ