ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


পানীয়তে গাঁজার স্বাদ দিচ্ছে কোকাকোলা!-


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৫

ফাইল ফটো

শারীরিক যন্ত্রণা লাঘবের জন্য ক্যাফেইন-ভিত্তিক কোমল পানীয় তৈরি করতে গবেষণা করছে কোকা-কোলা। এ লক্ষ্যে গাঁজা নিয়ে গবেষণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গ টিভি চ্যানেলের তথ্য অনুযায়ী, কোকা-কোলা ‘অরোরা ক্যানাবিস’এর সাথে গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় উৎপাদনের বিষয়ে আলোচনা করছে। তবে
গাঁজার পানীয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় কোকা-কোলা। প্রতিষ্ঠানটি বলছে, অনেক উৎপাদকের মত আমরাও গবেষণা করছি যে কোমল পানীয় তৈরির ক্ষেত্রে নন-সাইকোঅ্যাক্টিভ ক্যানাবিডিওল বা মানষিক উত্তেজিত করে না এমন গাঁজাজাতীয় দ্রব্যের ব্যবহার কতটা জনপ্রিয়তা পাচ্ছে।

গাঁজার একটি উপাদান, যা প্রদাহ, ব্যথা বা খিঁচুনির চিকিৎসার ক্ষেত্রে আরামদায়ক হতে পারে এবং এর কোনো চিত্ত উত্তেজক প্রভাব নেই।-বিবিসি।

এসএমএন