ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

ওড়িঁশায় ফণীর আঘাতে লন্ডভন্ড


৩ মে ২০১৯ ২০:৫৭

ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী প্রবল শক্তি নিয়ে ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ওই রাজ্যের পুরী উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

এর পাশাপাশি আঘাত হানে আরেক সৈকত শহর গোপালপুরেও। ওড়িশায় আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার।

শক্তিশালী এই ঘূর্ণিঝড় তান্ডব চালাচ্ছে পুরী ও গোপালপুরজুড়ে।
ভারতীয় গণমাধ্যমের এক ফটো সাংবাদিকের বর্ণনায় উঠে এসেছে ফণীর ভয়াবহ তাণ্ডবের দৃশ্য।

ওই সাংবাদিকের নাম নারায়ণ চৌধুরী। তিনি বর্তমানে অবস্থান করছেন ঐতিহাসিক তীর্থস্থান ও সৈকত শহর পুরীতে।

তিনি জানিয়েছেন, ভয়ানক রূপ নিয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণী আঘাত হেনেছে পুরীতে। মনে হচ্ছে লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা পুরী শহর।

তিনি বলেন, ঝড়ের মধ্যে ঢুকে গেলাম অন্ধকার বাথরুমে। বুঝছি হোটেলের একটার পর একটা অংশ ভেঙে পড়ছে। আমাদের হোটেলের বিরাট বিরাট কাঁচের জানালাগুলো ভেঙে পড়ছে।। কিছু দূরেই উত্তাল সাগর। মনে হয় সেই সাগরেই তলিয়ে যাবে পুরো শহরটা। সকালেই গার্ড ওয়াল ভেঙে গেছে। পুরী অসহায়-আগেই বিদ্যুৎহীন পুরো শহর।’

নতুনসময়/আল-এম