ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে


২৩ জানুয়ারী ২০২৪ ১০:০৮

সংগৃহিত

চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে দুটি জেলার তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এর আগে গতকাল সোমবার একই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, চুয়াডাঙ্গায় এই শীত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

প্রচণ্ড এই শীতে সারাদেশেই জনদুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তারপরেও শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্তরা। তাদের আয়-রোজগারে ভাটা পড়ছে।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানাবিধ রোগব্যাধি। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও প্রবীণ। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার তুলনায় রোগীর চাপ বেশি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।