ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

ঢাকা থেকে ২৩৪ কি.মি. দূরে মৃদু ভূমিকম্প


৩ নভেম্বর ২০২০ ১৮:১৯

বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত ১টা ৪৩ মিনিট ২০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪ রিখটার স্কেল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৩৪ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের নংস্টাইনে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার রাত ১টা ৪৩ মিনিট ২০ সেকেন্ডে সিলেট থেকে সোজা উত্তরে মেঘালয় রাজ্যের নংস্টাইনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে এর দূরুত্ব ছিল ২৩৪ কিলোমিটার।


তিনি বলেন, সারাদেশে আমাদের ১০টা স্টেশন রয়েছে। বাংলাদেশে যদি ভূমিকম্প অনুভূত হয়, তাহলে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরকে সেসব স্টেশন থেকে জানায়। তবে এই হালকা ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হয়েছে- এমন খবর আমাদের কোনো অফিস থেকে জানানো হয়নি।