ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

টঙ্গীতে যুবলীগ নেতা আল-আমিনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত


২৮ জুন ২০২০ ০৫:০৬

ছবি-নতুনসময়

টঙ্গী পশ্চিম থানা যুবলীগনেতা মো. আল আমিন হোসেনের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার টঙ্গীর দেওড়া এলাকার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে।
এ সময় টঙ্গী পশ্চিম থানা যুবলীগের এবং স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গত রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মো. আল আমিন এই উদ্যোগ গ্রহণ করেন।

এ সময় টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মো. আল আমিন বলেন, জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ ২০২০ ইং উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় গাজীপুর মহানগর যুবলীগ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা যুবলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করেছি। আমার ন্যায় গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরাই মহানগর যুবলীগের এই নির্দেশ পালন করবে।