ঢাকা রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


সঙ্গীত শিল্পী ওসমান সজিবের নতুন চমক (ভিডিও)


২৯ অক্টোবর ২০১৮ ১৬:১১

তরুণ প্রতিভাবন সঙ্গীত শিল্পী ওসমান সজিবের কন্ঠে ‘সু নয়না’ শিরোনামের একটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে সিডি চয়েস মিউজিক’র ব্যানারে।

এমদাদ সুমনের কথায় গানটির সুর করেছেন আরেক সঙ্গীত শিল্পী মাসুম। এবং সংগীত পরিচালনায় ছিলেন জনি।

ইতিমধ্যে শ্রোতা দর্শকদের কাছ থেকে গানটির বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ব্যাস্ত সময়ের এই তরুন শিল্পী।

সজিব জানান, গানটির কথা ও সুর এক কথায় চমৎকার। শ্রোতারা এখন যে ধরনের গান শুনতে আগ্রহী এটি তেমন একটি গান। আমি বরাবরই চেষ্টা করি ভিন্ন কথা ও সুরের গান করতে।

তিনি আরও জানান, সঙ্গীত শিল্পী মাসুম খুব ভালো সুরে গানটি আমাকে দিয়ে করিয়েছেন তার জন্য তাকে মনের গভিরহস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে সিডি চয়েজ মিউজিক’র কর্ণধার এমদাদ সুমন ভাইয়ের এই লেখাটি আমার শ্রোতা ও বন্ধুদের সকলের ভালো লেগেছে এবং কি আমার পরিবারের সদস্যারাও গীতিকার-সুরকারের প্রসংসা করেছে। আর তাদের এই পরিশ্রমের ফল আমি পাচ্ছি। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য।

আরআইএস