ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২


১৭ বছর পর প্রিয়ার স্বরণে আসিফ


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৬

২০০১ সালে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিজের প্রথম একক অ্যালবামে গানে গানে জানতে চেয়েছিলেন 'ও প্রিয়া তুমি কোথায়?'। এবার 'ও প্রিয়া তুমি কেমন আছো?' শিরোনামের একটি গান দিয়ে ১৭ বছর পর ২০১৮ সালে এসে ফের প্রিয়ার স্বরনে আসিফ আকবর।

এই গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।

ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ নিজেই, সাথে আছেন সূচনা।শিগগিরই মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।

আরআইএস