ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


ভেজাল মদ খেয়ে বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৩

ভেজাল মদ খেয়ে মালয়েশিয়ায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সুঙ্গাই বুলু, গোমবাক ও কাজাং হাসপাতালে চিকিৎসকরা ১৫ জনকে মৃত ঘোষণা করেন।

গ্রান্ড রয়েল হুইসকি, কিংফিসার বিয়ার এবং মান্ডালি হুইসকি খেয়ে এদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানায়। এখনো বিভিন্ন হাসপাতালে আরও ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ইতিমধ্যে মদ বিক্রির অপরাধে নেপাল ও মিয়ানমারের নাগরিককে দুই দোকানিকে গ্রেপ্তার করেছে।

নিহতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইএমটি