ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশির মৃত্যু


৬ আগস্ট ২০১৯ ২২:০৭

ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দীর্ঘদিন হসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার সালেহ আহমদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বছরের ১৬ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ক্লিংগার স্ট্রিটে হামলার শিকার হয়েছিলেন সালেহ আহমদ।

ওইদিন তিনি কাজের জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা এক দুষ্কৃতকারী গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলার শিকার সালেহ আহমদ দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, সালেহ আহমদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকসি গ্রামে। তার বাবার নাম মাওলানা আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে।