ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনকারীরা ভিসি কার্যালয়ে, ক্লাশ পরীক্ষা স্বাভাবিক


১৮ মার্চ ২০১৯ ২৩:৩৩

আন্দোলনকারীরা ভিসি কার্যালয়ে

ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হলে স্বাভাবিক রয়েছে একাডেমিক কার্যক্রম।

সোমবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভোট বর্জনকারী পাঁচটি প্যানেলের প্রার্থী-সমর্থকরা মিছিল সহকারে আসে। প্যানেলগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট সমর্থিত ও ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল।

স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান বলেন, আমরা নির্বাচনের আগে ও পরে ভিসি স্যারের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে গিয়েছি। স্যার আমাদের বললেন, লিখিত অভিযোগ দিতে। কিন্তু অভিযোগ দিলেও স্যার আমাদের কথা শুনলেন না।

স্বতন্ত্র থেকে জিএস প্রার্থী এআরএম আসিফুর রহমান বলেন, সারা দেশের মানুষ জানে ১১ তারিখের নির্বাচনে কারচুপি হয়েছে। কিন্তু প্রশাসন আমাদের প্রমাণ দিতে বলে। এখানে প্রমাণ দেওয়ার কিছু নেই। আমরা বলতে চাই ১১ মার্চের নির্বাচন কারচুপির নির্বাচন হয়েছে। প্রশাসন এই নির্বাচনকে ধামাচাপা দিতে চেষ্টা করছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।