ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


দুই বাসের প্রতিযোগিতায় শিক্ষার্থীর মৃত্যু


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪৫

রাজধানীর উত্তরায় দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে প্রাণ হারালেন এক মাদ্রাসা শিক্ষার্থী। গতকাল শনিবার ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকাশ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উত্তরা থানা পুলিশ জানায়, বাসার পাশে দাঁড়িয়ে থাকাকালে বিকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের পাল্লার মুখে পড়েন তানভীর নামের ওই শিক্ষার্থী। তখন একটি বাস তাকে চাপা দিয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাপেইজ/আইকে