ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


আগামী এসএসসি এপ্রিলে, জুনে এইচএসসি!


১৭ অক্টোবর ২০২২ ২২:০৬

আগামী বছরে স্বাভাবিক সময়ের চেয়ে দুই মাস পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে হবে এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে আয়োজন করা হতে পারে জুনে।

রোববার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী বছর ২০২৩ সালের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষের দিকে আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করা হয়েছে।

এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষের দিকে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।

এদিকে আগামী চলতি বছরের ৬ নভেম্বর থেকে শুরু হবে এবারের এইচএসসি-সমমান পরীক্ষা। আগামী ১৯ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে।