ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


মুজিববর্ষ উপলক্ষে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ


৩০ জুন ২০২০ ০১:১৩

ছবি সংগৃহীত

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ শরিকুল হক খানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত'র নির্দেশনায় ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচীর তত্বাবধানে ওই বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়।

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ শরিকুল হক বলের, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে এই কর্মসুচি পালন করা হয়।

তিনি আরও বলেন, আমাদের বৃক্ষরোপণের এই কর্মসূচি আগামী তিন মাস পর্যন্ত চলবে।পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপন করার জন্য উৎসাহ দিবে বলেও জানান তিনি।