ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


পিএসসির পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত


১৬ মার্চ ২০২০ ২২:০৭

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সকল পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার পিএসসির এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে পিএসসির একজন নীতি নির্ধারক বলেন, অনিবার্য কারণে আমরা ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ওই সূত্রটি জানায়, এই সময় বেশ কিছু নন ক্যাডারের পরীক্ষা নেওয়ার দিন ধার্য ছিল। এখন তা স্থগিত করা হলো। দেশব্যাপী করনা ভাইরাসের প্রভাবেই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে আরেকটি সূত্র নিশ্চিত করেছে।

নতুনসময়/আনু