ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন


৭ জুলাই ২০১৯ ২২:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। গ্রন্থাগারের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর খন্দকার আব্দুল জলিল জানান, আগুনে কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি। বই-পত্রও নষ্ট হয়নি। বৈদ্যুতিক লাইন ঠিক করার পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।


নতুনসময়/এমএন