ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


৪ হাজার ২০০ কোটি টাকা দেবে এডিবি


২৭ জুন ২০২৩ ০৩:০১

চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্পের জন্য বাংলাদেশকে ৪০ কোটি ডলার বা প্রায় ৪ হাজার ২৮০ কোটি টাকা (১০৭ টাকা প্রতি ডলার মূল্যে) দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (২৫ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বিষয়ক একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়।

এতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির বাংলাদেশ মিশনের অফিসার ইনচার্জ নিয়াগবো নিঙ্গ।

পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে এডিবির এই ঋণ।

এছাড়া ঋণের সুদের হার হবে ইউরোবর (লন্ডন ইন্টার ব্যাংক ওফারর্ড রেট) এর সঙ্গে শূন্য দশমিক ৫ শতাংশ ও ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১ শতাংশ।