ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


পেঁয়াজের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য সচিব


১৯ নভেম্বর ২০১৯ ০৪:১৯

শীঘ্রই পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) এস আলম গ্রুপের কার্গো বিমানের প্রথম চালান বাংলাদেশ এসে পৌঁছাবে। এছাড়া বিভিন্ন জেলার পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মিনিমাম রফতানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রফতানি তিনগুণ বেড়েছে। এছাড়া মিয়ানমার থেকেও রফতানি চারগুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, তড়িৎ গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির ঘটনায় এ পর্যন্ত ২ হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সচিব। তিনি আরও বলেন, টিসিবির কার্যক্রম ঢাকাসহ সারাদেশে জোরদার করা হয়েছে।

নতুনসময়/আইকে