তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ৪ সন্তানের জননীকে পিটিয়ে আহত

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের গোডাউন এলাকায় ঘরের পাশে বাথরুম দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ৪ সন্তানের জননীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ভূমিদস্যু নছিরগংদের বিরুদ্ধে।
বর্তমানে গৃহবধূ ভোলা সদর হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গৃহবধূ ও স্থানীয়রা জানান নছির আহমেদ এলাকায় মামলাবাজ ও ভূমিদস্যু হিসেবে পরিচিতো তার হাত থেকে আপন ভাই ও মামলা থেকে রেহায় পাচ্ছে না বলে ও জানান তারা।
আহত গৃহবধূ শাহানুর বেগম (৪৫) জানান আমি ও নছির পাশাপাশি ঘর আমার ঘরের সাথে নছির জোর করে বাথরুম বসাতে যায়, এসময় আমি বাধা দিলে গেলে নছির, আলাউদ্দিন, মাইনউদ্দিন, ছালাউদ্দিন, কাদির এসে আমাকে চুলের মুঠি দিয়ে বাথরুম এর জন্য করা গর্তের মধ্যে আমাকে পেলে পিটিয়ে আহত করেন এবং আমার গলার চেইন, কানের জিনিস নিয়ে যান ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন।
তবে অভিযোগের বিষয়ে নছির আহমেদ এর সাথে যোগাযোগ করার জন্য তার বাসায় গেলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কোন কথা বলতে রাজী হয়নি। এই বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির এএসআই খলিল জানান খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহত শাহানুর কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।’
নতুনসময়/আল-এম