ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

আশুলিয়ায় ডাকাত দলের দুই গ্রুপের বন্ধুকযুদ্ধে নিহত ১


১১ জুন ২০১৯ ২৩:০০

নতুনসময় ছবি

আশুলিয়ায় ডাকাত দলের দুইগ্রুপের বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছে। সোমবার গভীর রাতে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশজানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ১ ডাকাতের মরদেহ দেখতে পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরে মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

তবে ডাকাতের দুইগ্রুপের গোলাগুলির ঘটনায় এই নিহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেপুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মিরাজ হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহতের নাম-পরিচয় জানার চেষ্টাচলছে ‘

নতুনসময়/আল-এম