ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

সাভারে খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক


১১ জুন ২০১৯ ০২:৩৮

টাকা দিয়ে মজা খাওয়ানোর কথা বলে ও মোবাইলে গেম খেলানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার সকালে বিষটি নিশ্চিত করেছেন সাভার থানার পুলিশ পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ। রোববার গভীর রাতে সাভারের দক্ষিণ কাউন্দিয়ার বেদেপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেলের (ওসিসি)তে পাঠানো হয়েছে।

আটকৃত হলো দিপক হোসেন দিপু (২০)। সে কেরানীগঞ্জ মডেল থানার সান্দারপাড়া এলাকার হযরতপুর বাজারের জামাল হোসেন জামুর ছেলে।

পুলিশ ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে জানায়, সাভারের কাউন্দিয়া এলাকায় গত ৮ই জুন শনিবার বিকেলে মোবাইলে গেম খেলানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর নিকটস্থ হায়াত আলীর রুমে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর বাবা বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরে তার মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকলে তিনি হায়াতের কক্ষ থেকে তার মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে যান। এসময় দিপু কৌঁশলে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা ঘটনার দিন থানায় লিখিত অভিযোগ করলে তাকে আটকের অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে গত রাতে অভিযুক্তকে আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক প্রাণকৃষ্ণ নতুন সময়কে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত দিপুকে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।