খুলনায় প্রতিদিন ইয়াবার ডিম পারছে সাইদুজ্জামান

পেটের ভিতরে আনুমানিক সাড়ে ৬শ’ ইয়াবা ট্যাবলেট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে মোঃ সাইদুজ্জামান (৩৫) নামের একজন পাচারকারী। হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় গত দু’দিনে তার পায়ুপথ দিয়ে বের হয়ে আসা ১২০পিছ ইয়াবা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া রবিবার দু’টি পোটলায় ৮০পিচ উদ্ধার হলেও তা পলিথিনে মোড়ানো পেকেটেই গলে গেছে।
মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গত ৭জুন দুপুরে সোনাডাঙ্গা থানাধিন বানরগাতি ঘোষগলির বাসিন্দা মোঃ সাইদুজ্জামান (৩৫) কে ২৬পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবি’র এসআই আবুল হাসান বাদি হয়ে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন নং-০৫। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতিকালে পেটে ব্যাথায় কাতর হয়ে পড়লে সাইদুজ্জামানকে আদালতের অনুমতি সাপেক্ষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।
এসময় সে তার পেটের মধ্যে প্রায় সাড়ে ৬শ’পিচ ইয়াবা পলিথিনে মোড়ানো অবস্থায় রয়েছে বলে স্বীকার করেন। আসামি সাইদুজ্জামান যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এঘটনার বিষয়ে বলেন, পাচারের জন্য ঢাকা থেকে পেটের ভিতরে করে সাইদুজ্জমান নামের ওই পাচারকারী ইয়াবা বহন করে খুলনা এনেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রাখা হয়েছে। আসামি সুস্থ হলে আদালতে সোপর্দ করা হবে।
নতুনসময়/আইকে