ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত


৮ জুন ২০১৯ ০৮:৪৫

নতুনসময় ছবি

মাগুরায় শশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কৃষ্ণ চন্দ্র বাছাড় (৩৫) ও পুত্র সাম্য বাছাড় (৩) নিহত হয়েছে। এসময় কৃষ্ণ চন্দ্র বাছাড় এর স্ত্রী নিলিমা বাছাড় আহত হয়েছে।

মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় শুক্রবার সন্ধায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণ বিশ্বাস সদরের ল²ীকান্দর গ্রামের বিমল চন্দ্র বাছাড়ের ছেলে। কৃষ্ণ বিশ্বাস একমি কোম্পানির মেডিকেল প্রতিনিধি ছিল ।

মাগুরা সদর থানার এসআই গিয়াস উদ্দিন জানান, কৃষ্ণ বিশ্বাস তার স্ত্রী-পুত্রকে নিয়ে মোটর সাইকেল যোগে তার শশুর বাড়ি শালিখা উপজেলার নাছোহাটি গ্রাম থেকে নিজ বাড়ি লক্ষিকান্দর ফিরছিল। পথিমধ্যে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা নামক স্থানে আসলে একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই পিতা কৃষ্ণ চন্দ্র বাছাড় ও সাম্য বাছাড় নিহত হয় । এ সময় তার স্ত্রী নিলিমা বাছাড় আহত হয় । আহত নিলিমা বাছাড় মাগুরা সদর হাসপাতালের একজন স্টাফ নার্স।’

নতুনসময়/আল-এম