প্রেমিকাকে পতিতালয়ে বিক্রি, তরুণীর মুখে সেই করুন কাহিনী (ভিডিও)

প্রেম মানে না কোন বাধা। মানুষ যখন প্রেমে পড়ে তখন নাকি অন্ধ হয়ে যায়। ভালোবাসার মানুষ যদি রাত কে দিন বলে তবে নাকি তাই মনে হয়। তবে অন্ধ প্রেম আর অতিরিক্ত বিশ্বাসই আপনার জীবনে ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। যেমন পতিতালয়ের অনেক দালাল সহজ সরল মেয়েদের টার্গেট করে প্রথমে গড়ে তুলে প্রেমের সম্পর্ক। এক সময় সম্পর্ক যখন অনেক গভীরে চলে যায় তখন সুযোগ বুঝে বিয়ের কথা বলে প্রেমিকাকে বিক্রি করে দেয় পতিতালয়ে। এমনই এক করুন ঘটনা ঘটলো বরিশালের এক বাবা হারা অসহায় মেয়ের সাথে। ওই মেয়েকে তার পাষণ্ড প্রেমিক বিক্রি করে দেয় পতিতালয়ে। নির্মম এই করুন কাহিনী সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শোনালেন নির্যাতিতা অসহায় ওই মেয়ে।
ভিডিওতে বিস্তারিত শুনুন নির্যাতিতার মুখ থেকে:
ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/B_4Bf66bWpQ
নতুনসময়/এনএইচ