পটুয়াখালীতে ভাবিকে নিয়ে দেবর উধাও

পটুয়াখালী ছোট বিঘাই ইউনিয়নে মাটিভাংগা গ্রামে ভাবিকে দেবর পালিয়ে গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, একই গ্রামের বাসিন্দা সুলতান গাজির ছেলের সঙ্গে গত ২০১৬ সালে মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা সেলিম ড্রাইভারের মেয়ের সাথে ইসলামিক শরিয়াহ মোতাবেক বিবাহ হয়।
মো: মাসুম গাজী পেশায় একজন বাস ড্রাইভার। বিয়ের পর থেকে ঢাকা ও মাটিভাংগা শশুর বাড়িতে থাকতেন আয়শা বেগম। বাড়িতে থাকার সুবাদে তার স্বামীর চাচাতো ভাই সম্পর্কে দেবর মো: দ্বীন ইসলাম নামে যুবকের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন।
এনিয়ে কয়েক বার ছোট খাটো শালিস ব্যবস্থা হয়েছে। গত ২৯মে রোজ বুধবার সন্ধায় মো: মাসুম গাজী নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে পরকিয়ার প্রেমিক মো: দ্বীন ইসলামের সাথে টাকা ও কিছু সর্নালংকার নিয়ে পালিয়ে যায়। রাতে অনেক খোঁজা খুজি করে না পেয়ে পটুয়াখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে এস আই মো: আব্দুল হাই বলেন, ঘটনার সত্যতা মিলেছে আমরা লিখিত অভিযোগ পেয়েছি আসামী ধরার চেস্টা অব্যহত রয়েছে। আসামী পলাতক আছে আমরা চেস্টা চালিয়ে যাচ্ছি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।’
নতুনসময়/আল-এম