ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা


১ জুন ২০১৯ ০৭:১৯

কিশোরগঞ্জের ভৈরবে স্বামীর নির্যাতন সইতে না পেরে রিয়া বেগম তানিয়া (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার জগমোহনপুর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ করেছে।

নিহত রিয়া বেগম তানিয়া উপজেলার রাধানগর গ্রামের তাহের মিয়ার মেয়ে এবং জগমোহনপুর গ্রামের কাউছার মিয়ার স্ত্রী।

নিহতের পরিবারের দাবি- স্বামী কাউছার বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ কারণে সে আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত দুই বছর আগে তানিয়ার সঙ্গে কাউছারের বিয়ে হয়। বিয়ের পরই কাউছার তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। কাউছার পেশায় একজন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার রাতেও যৌতুকের জন্য কাউছার তানিয়াকে মারধর করে। এ কারণে নির্যাতন সহ্য করতে না পেরে সে ঘরের ধরনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নতুনসময়/আইকে