হিলিতে ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করেছে বিজিবি

দিনাজপুরের হিলিতে ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় সীমান্তের নন্দিপুর এলাকায় অবস্থান নেয় বিজিবি।
এসময় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করলে দেলোয়ার হোসেনকে আটক করা হয়, পরে তার দেহে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯৫৮পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের সিজার মুল্য ২লাখ ৮৭ হাজার ৪শ টাকা। পরে
ইয়াবাসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক দেলোয়ার হোসেন হিলির নন্দিপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।’
নতুনসময়/আল-এম