ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

সড়কের পাশে দুই বন্ধুর গলাকাটা লাশ


৩০ মে ২০১৯ ২১:৪৯

গাইবান্ধা করেসপনডেন্ট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে দুই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতরা দুই বন্ধু বলে জানিয়েছে এলাকাবাসী।

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর এলাকার বিপ্লব চন্দ্র রায় (২৫) ও হানিফুর রহমান (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার ধারে স্থানীয়রা দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

বীরগঞ্জ থানার পরিদর্শক শাকিলা পারভীন জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শুরু হয়েছে। এখন হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।’

নতুনসময়/আল-এম